শিরোনাম :
তরমুজ শুধু খেলে হবে না, গরমে মাখতেও পারেন লজ্জা ঢাকতে শেষমেশ গদি জড়িয়ে ছুটলেন উরফি! ভিডিয়ো ফাঁস হতেই চার দিকে শুরু শোরগোল কাফতান পরা মানেই কি অন্তঃসত্ত্বা হওয়ার খবরে সিলমোহর? প্রশ্ন তুললেন পরিণীতি চোপড়া অনাবাসিক শিক্ষার্থীদের বঞ্চিত করে শ্রেণি বৈষম্য করেছে রাবি প্রশাসন! তানোর ইউএনও’র বিরুদ্ধে শিক্ষকের মামলা, তোলপাড় তরুণী সন্ধ্যা রানী হত্যাকান্ডের রহস্য উন্মোচন; সৎ ভাই ও তার বন্ধু গ্রেফতার রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল- ২০২৪ রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ মহানগরীর ছোটবনগ্রামে লোন দেওয়ার নামে প্রতারণা, প্রতারক তাওহীদ খান আটক নৌবাহিনীর প্রধানের সাথে রাসিক মেয়রের সাক্ষাৎ ও মতবিনিময়
বিলুপ্ত হওয়ার পথে যেসব প্রানিঃবনরুই,বাঁগডাশ,বেজি,ভোঁদোড়,গন্ধগোকুল,সজারু,মেছোবাঘ

বিলুপ্ত হওয়ার পথে যেসব প্রানিঃবনরুই,বাঁগডাশ,বেজি,ভোঁদোড়,গন্ধগোকুল,সজারু,মেছোবাঘ

এসএম বিশাল : বাংলাদেশে জীববৈচিত্রগত যেসব পরিবর্তন গত দুই দশকে দেখা যায়,তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের বেশ পরিচিত কিছু প্রানির প্রায় বিলুপ্তি।

যেমনঃবনরুই,বাঁগডাশ,বেজি,ভোঁদর,গন্ধগোকুল,সজারু,মেছোবাঘ ও মেঘাবাঘ এগুলো এখন আর দেখা যায় না।

অথচ সুদুর অতীতকাল থেকে এরা এ দেশের বাস্তু চক্রের এক অচ্ছেদ্য অংশ। বাস্তু চক্রের এরকম এক একটি স্তরের বিলোপ সাধন পরিবেশগত
বিপরজয়ের এক ভয়াল চিত্র।বাস্তবে ২০-২২বছর আগেও বনরুই,বাঁগডাশ,বেজি,ভোঁদর ও সজারু দেখা গেছে।
কিন্তু এখন মনে হয় চিরিয়াখানাতেও এগুলো দেখা যায়না। তেমনি মেছোবাঘ ও মেঘাবাঘ বা লামচিতা ও এখন আর দেখা যায় না।শুনেছি শ্রীমঙ্গলের সীতেশ বাবুর কাছে এ দুটি জীবিত প্রানি আছে।
অথচ সিলেট,শ্রীমংগল ও মৌলবিবাজারের বনে এদের অবাধ যাতায়াত ছিল।মেঘাবাঘ ইদানিং সুমাত্রা ও বোরনিওতে নাকি কিছু দেখা গেছে।
যেসব প্রানি এ দেশ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এদের প্রতি আমার দুরবলতা আছে,ভবিষ্যতে এরা হয়তো শুধু ছবিতেই থাকবে।আর যারা গত
২০-২২বছরের মধ্যে জন্মেছে,আমার ধারনা তারা এসব প্রানির অনেক গুলোর শুধু নামই শুনেছে,ছবি দেখেনি।

মতিহার বার্তা ডট কম ২৭  মার্চ ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply