নিজস্ব প্রতিবেদক: জাতীয় মহিলা ক্রিকেট দল ও জাতীয় মহিলা “এ” ক্রিকেট দলের খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সুস্থ জাতি গঠনে প্রধানমন্ত্রী ক্রীড়ার উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে অন্যান্য সেক্টরের মত খেলাধুলার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছেন।
সোমবার সন্ধ্যায় নগরীর একটি চাইনিজ রেষ্টুরেন্টে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, রক্ষণশীল সমাজের গণ্ডি থেকে বেরিয়ে এসে নানা প্রতিকূলতা পেরিয়ে ক্রীড়াঙ্গণে একটার পর একটা সাফল্যের ইতিহাস রচনা করে চলেছে বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা।
রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার রাজশাহীর সভাপতি মোঃ হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী ডিআইজি একেএম হাফিজ আক্তার বিপিএম(বার), জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, রাজশাহী বিভাগীয় ত্রীড়া সংস্থার সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, ডিসি বোয়ালিয়া ও জেলা ত্রীড়া সংস্থার সহ-সভাপতি আমির জাফর, জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর সাধারণ সম্পাদক রাফিউস সামস প্যাডী।
রাজশাহীর সময় ডট কম –০৮ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.