নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের দর্গাপাড়া মোড় এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষকের নাম আবদুল হালিম (৩২)। তিনি কশবা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। হালিম মোহনপুর উপজেলার দেওয়ান বেড়াবাড়ি এলাকার মৃত এবারত আলীর ছেলে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, নিহত শিক্ষক আবদুল হালিম মোটারসাইকেল যোগে স্কুল আসছিলেন। পথে হরিপুর দর্গাপাড়া মোড়ের পাশে একটি বাসের ধাক্কায় রাস্তার উপর ছিটকে পড়ে।
এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। দামকুড়া থানার ওসি আবদুর লতিফ শাহ্ বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
মতিহার বার্তা ডট কম-০৯ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.