শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
ভেজালের বিরুদ্ধে সোচ্চার ওষুধ প্রশাসন, চলছে অভিযান-জেল-জরিমানা

ভেজালের বিরুদ্ধে সোচ্চার ওষুধ প্রশাসন, চলছে অভিযান-জেল-জরিমানা

মতিহার বার্তা ডেস্ক :  বাজার ব্যবস্থায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেজালের প্রাদুর্ভাব কমাতে জোর পদক্ষেপ গ্রহণ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এর ফলে প্রতিদিন চলছে অভিযান। দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেয়া হচ্ছে ব্যবস্থা। একই সাথে অভিযান চালিয়ে যাচ্ছে ওষুধ প্রশাসনও।

এর অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখার দায়ে ৫টি ওষুধ দোকানের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৮ জুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ওই জরিমানা আদায় করে।

জানা গেছে, শহরের শেরে বাংলা সড়কের সৈয়দপুর প্লাজা, এস. আর. প্লাজা ও বঙ্গবন্ধু সড়কের ওষুধ দোকানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের উল্লিখিত সড়কের ৫টি দোকানে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান ওষুধ পাওয়া যায়। এর দায়ে শেরে বাংলা সড়কের সৈয়দপুর প্লাজার নোভা ড্রাগস্রে ২০ হাজার টাকা, স্মৃতি মেডিক্যাল স্টোরের ১৫ হাজার টাকা এবং এস আর প্লাজার সৌদিয়া ফার্মেসির ৫ হাজার, শেরে বাংলা সড়কের নিউ ইমরান ফার্মেসির ৫ হাজার ও বঙ্গবন্ধু সড়কের রাণী ফার্মেসির ৫ হাজার করে টাকা জরিমানা করা হয়।

সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারি পরিচালক (এডি) মোছা. মমতাজ বেগমের নেতৃত্বে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ওই জরিমানা আদায় করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান ওষুধ জব্দ করে সে সব ধ্বংস করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ তৎপরতা অব্যাহত থাকার পাশাপাশি অভিযান আরও জোরদার করা হচ্ছে।

মতিহার বার্তা ডট কম – ১০ জুলাই, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply