ক্রীড়া ডেক্স: লর্ডসে চূড়ান্ত উত্তেজক ফাইনাল সুপার ওভারে ম্যাচ জিতে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড৷ টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৪১ রান তোলে৷ জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৫০ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে যায়৷ স্কোর টাই হয়ে যাওয়ায় ম্যাচ নিস্পত্তির জন্য গড়ায় সুপার ওভারে৷
এক ওভারের টাই ব্রেকারে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড বোল্টের বলে ১৫ রান তোলে৷ অর্থাৎ, জয়ের জন্য কিউয়িদের সামনে এক ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬ রান৷ সুপার ওভারে স্টোকস একটি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৮ রান করেন৷ বাটলার একটি চারের সাহায্যে ৩ বলে করেন ৭ রান৷
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড জোফ্রা আর্চারের ওভারে নিউজিল্যান্ডও ১৫ রান তোলে৷ সুপার ওভারেও স্কোর টাই হয়ে যায়৷ তবে ম্যাচে বেশি বাউন্ডারি মারার জন্য ইংল্যান্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যায়৷চার ও ছক্কা মিলিয়ে ৫০ ওভারে নিউজিল্যান্ড মোট ১৬ বার বল বাউন্ডারির বাইরে পাঠায়৷ ইংল্যান্ড সেখানে ২৪ বার বল বাউন্ডারি লাইনের বাইরে পাঠিয়েছে৷
সুপার ওভারে একটি ওয়াইড করার পর আর্চারের প্রথম বলে ২ রান নেন জিমি নিশাম৷ দ্বিতীয় বলে ছক্কা মারেন কিউয়ি তারকা৷ তৃতীয় ও চতুর্থ বলে ২ রান করে তোলে নিউজিল্যান্ড৷ পঞ্চম বলে নিশাম ১ রান নিলে শেষ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৷ শেষ বলে ২ রান নিতে গিয়ে রান-আউট হন মার্টিন গাপ্তিল৷ অর্থাৎ ১ রান বৈধ হয় তাদের এবং আরও একবার ম্যাচের স্কোর সমতায় দাঁড়িয়ে যায়৷
সুপার ওভারের আগে ইংল্যান্ড ইনিংসের ৫০তম ওভারটিও ছিল খানিকটা একই রকমের৷ শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৫ রান৷ ট্রেন্ট বোল্টের প্রথম দু’বলে কোনও রান নিতে পারেননি বেন স্টোকস৷ তৃতীয় বলে ছক্কা মারেন তিনি৷ চতুর্থ বলে ভাগ্যের জোরে ৬ রান পেয়ে যায় ব্রিটিশরা৷ দু’রান নেওয়ার সময় রান-আউট থেকে বাঁচতে ডাইভ মারেন ব্যাটসম্যান স্টোকস৷ গাপ্তিলের ছোঁড়া বল স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারিতে চলে যায়৷
শেষ দু’বলে জয়ের জন্য ৩ রান দরকার ছিল ব্রিটিশদের৷ পঞ্চম বলে ২ রান নেওয়ার সময় রান-আউট হন আদিল রশিদ৷ শেষ বলেও একই ভারে ২ রান নেওয়ার সময় রানআউট হন মার্ক উড৷ ফলে শেষ ২টি বলে ২ রান সংগ্রহ করে কোনও রকমে ম্যাচ টাই করতে সক্ষম হয় ইংল্যান্ড৷
মতিহার বার্তা ডট কম ১৫ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.