নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীতে বিপুল পরিমান জাপানি টোব্যাকোর বিজ্ঞাপন সামগ্রী জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার বিকাল ৫ টার দিকে উপশহর ১ নং সেক্টরের ১২ নম্বর বাড়িতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ও সঙ্গীয় ফোর্স।
এ সময় বিপুল পরিমান তামাকজাত পন্যের বিজ্ঞাপন ও পন্যের প্রচারণায় ব্যবহৃত কাগজ ও তৈজসপত্র জব্দ করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ বলেন, জাপান টোব্যাকো নামে একটি প্রতিষ্ঠান আইন অমান্য করে বিজ্ঞাপন সামগ্রী এই বাড়িতে মজুদ করায় সেগুলো জব্দ করা হয়েছে। এবং এগুলো উদ্ধার করে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে এসব পন্য ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
তবে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়নি। জাপান টোব্যাকো নতুন করে বেশ কিছু সিগারেট বাজারে নিয়ে আসছে যার বিপনন ও বিজ্ঞাপন কার্যক্রম এই বাড়ি থেকে চালানো হতো।
মতিহার বার্তা ডট কম-১৭ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.