পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়ায় চাঁদনী বেগম (২০) নামের তালাকপ্রাপ্ত এক নারী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বানেশ্বর পশ্চিমপাড়া গ্রামের আলতাফ উদ্দীনের মেয়ে।
গতকাল মঙ্গলবার রাত্রির যে কোন সময় ঔই নারী আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর ধারণা।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত দেড় বছর আগে পাশ্বাবর্তী চারঘাট উপজেলার সদর এলাকার সোহেল রানার সাথে চাঁদনী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে চাঁদনীকে শারিরিক ও মানসিক নির্যানত চালতো সোহেল ও তার পরিবার।
এ কারণে দ্ইু পরিবারের পধ্যে মনমালিন্য সৃষ্টি হয়। গত কয়েক দিন আগে চাঁদনীকে তালাক দেয় সোহেল। পরে চাঁদনী বাবার বাড়িতে চলে আসে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার চাঁদনী ও তার পরিবারে অন্যান্য সদস্যরা রাতের খাওয়াদাওয়া শেষে ঘুমাতে যায়।
পর দিন বুধবার সকালে চাঁদনীর ঘরের দড়জা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করে তার পরিবারের সদস্যরা। তাতেও সে সাড়াশব্দ না দিলে দড়জা ভেঙ্গে ঘরে ভিতর ঢুকে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখে পরিবারের লোকজন পুঠিয়া থানায় খবর দেয়।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এব্যপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ শাকিল উদ্দিন আহম্মেদ জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে।
মতিহার বার্তা ডট কম-১৭ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.