নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর তালাইমারী বালুঘাটে ইয়াবাসহ জুয়া সিন্ডিকেটের সরদার শহীদ ওরফে গুন্ডা শহীদ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আজ শনিবার দুপুর ২টার দিকে নগরীর মতিহার থানাধিন তালাইমারী বালুঘাট এলাকা থেকে তাকে আটক করে নগর (গোয়েন্দা শাখা’র) ডিবি পুলিশের এসআই সালাম, ছয়ফুল ও সঙ্গীয় ফোর্স।এ সময় তার নিকট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত শহীদ ওই এলাকার আসলাম বাবুর্চির ছেলে।
ডিবি এসআই সালাম বলেন, তালাইমারী বালু ঘাটে মাদক বিরোধি অভিযান চলাকালে খদ্দেরের নিকট ইয়াবা বিক্রি করার সময় শহীদকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত শহীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মতিহার বার্তা ডট কম – ২০ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.