নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে স্বাস্থ্যসেবায় সকল অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে সামাজিক সংগঠন ‘আমি রাজশাহীর’ উদ্যোগে নগরীর লক্ষ্মীপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমি রাজশাহীর আহবায়ক আসিক হোসেন দিপুর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বঙ্গবন্ধু টেকনোলজিস্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম বেলাল, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আসলামউদ্দৌলা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী নগরের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, আমরা রাজশাহীবাসী’র আহবায়ক মাহবুব টুংকু, নিউ গভঃ ডিগ্রি কলেজের সাবেক ভিপি রায়হান উদ্দিন হালিম, স্বাধীনতা চর্চা কেন্দ্র রাজশাহীর সদস্য সচিব নাজমুল হোসেন রাজু।
মানববন্ধনে একাত্বতা পোষণ করেন, জয় বাংলা পরিষদের আহবায়ক শফিকুজ্জামান শফিক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক তাসনিম জামান, ভোলাহাট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক মাসুদ রানা প্রমুখ।
মতিহার বার্তা ডট কম – ২০ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.