নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ম বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগর ভবনের মিনি কনফারেন্স রুমে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নাগরিকদের সেবা প্রদানে সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের আরো দায়িত্বশীল হওয়ার নির্দেশনা প্রদান করেন মেয়র।
সভায় সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম কম্পিউটার প্রোগ্রামিং এর আওতায় আনা, বিনিষ্ট যোগ্য সকল নথি পত্র বিধি মোতাবেক বিনষ্টকরণ, সকল কর্মকর্তা-কর্মচারীদের কর্ম প্রকৃতির উপর ভিত্তিকরে পর্যায়ক্রমে বাধ্যতামূলক কম্পিউটার প্রশিক্ষণ প্রদান, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে প্রতিদিনের হাজিরা নিশ্চিতকরণ, সিটি কর্পোরেশনকে ৪টি জোনে বিভক্তকরণ, গরু জবেহের জন্য আধুসিক কসাইখানা নির্মাণ (স্লটার হাউজ)সহ আরো বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ হয়।
সভায় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, মেয়র মহোদয়ের একান্ত সচিব আলমগীর কবির, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান ও বিভিন্ন শাখা প্রধানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতিহার বার্তা ডট কম – ২১ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.