মতিহার বার্তা ডেস্ক : পিরোজপুরের কাউখালী উপজেলায় সোমবার (২২ জুলাই) পৃথক অভিযানে তিনটি ওষুধের দোকাসহ সাত ব্যবসায়ীকে ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পৃথকভাবে এ অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে হাসপাতাল রোড ও দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় পারুল মেডিক্যাল হলকে ৩ হাজার, অবৈধ পণ্য মজুত রাখায় বাবু স্টোরকে ৫ হাজার এবং হুমায়ুনের ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে কাউখালী বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও প্রস্তাব করায় ভাই ভাই মেডিক্যাল হলকে ৪ হাজার, উপশম ফার্মেসিকে ৪ হাজার, নিরাঞ্জন স্টোরকে ৩ হাজার টাকা এবং শহিদুল স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।
মতিহার বার্তা ডট কম – ২৩ জুলাই, ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.