নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর স্থানীয় দৈনিক নতুন প্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকমের নিউজ এডিটর ফায়সাল মোহাম্মদ শিশিরকে ধাক্কা মেরে লাঞ্ছিত করে সিটি কলেজর এক কর্মকর্তা।
শুক্রবার সকাল ৯ টার দিকে কলেজের ২য় তলায় কমিটির রুমে এ ঘটনা ঘটে।
এদিকে বিকেলে রাজশাহী জেলা বিএমএসএফ’র পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে সাংবাদিক শিশিরকে লাঞ্ছিতর ঘটনায় গভির উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি সিটি কলেজের ওই কর্মকর্তার বিচারের দাবি জানানো হয়েছে।
জানা গেছে, শুক্রবার শিশির তার সহধর্মীনির ডিগ্রী ২য় বর্ষের পদার্থ বিজ্ঞান পরীক্ষা থাকায় তাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে রেখে আসার উদ্দেশ্যে যান তিনি। কলেজের নোটিশবোর্ডে পরীক্ষার রোলনম্বর না থাকায় গেটের দারোয়ানকে জিজ্ঞাসা করেন তিনি। দারোয়ান তাকে কলেজের ২য় তলাই কমিটির রুমে গিয়ে কথা বলতে বলেন।
সাংবাদিক শিশির বলেন, তিনি ২য় তলায় যাওয়া মাত্রই কোন কথা না শুনে কলেজের এক শিক্ষক ও কয়েকজন কর্মচারীর সামনে এক কর্মচারী প্রশ্ন করেন, ‘আপনি কে… আপনি কে…’ বলতে বলতে তাকে ধাক্কা মারতে মারতে সিঁড়ির নিচে নামিয়ে দেয়। অতঃপর পরিচয় দেওয়ার সাথে সাথে ঐ কর্মচারী সেখান থেকে সরে যায়। তবে তাৎক্ষনিকভাবে ঐ কর্মচারীর নাম ও পদবী জানা যায়নি। ঘটনার সময় কলেজের অধ্যক্ষ না থাকায় তাকে অবগত করা হয়নি।
এমতাবস্থায় নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একজন কর্মকর্তা জানান, কলেজ কমিটির রূমের ঐ কর্মচারী বরাবরই অনেকের সাথে খারাপ ব্যবহার করে আসছে। তবে তিনি ঐ কর্মচারীর নাম, পদবী জানাননি।
মতিহার বার্তা ডট কম – ২৬ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.