খোরশেদ আলম বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের ৪ ৫ এবং ৬ নং ওয়ার্ডে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে চারটার সময় ওয়ার্ড আ’লীগের ত্রি-বাষিক সম্মেলন উপলক্ষেশুভডাঙ্গা ইউনিয়নের পানিশাইল উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে এবং ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাহার আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক মালেক মেহমুদ উপজেলা আ’লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ কার্যকরী কমিটির সদস্য আলী হাসান
ইউনিয়ন আ’লীগ নেতা দবির উদ্দীন প্রামানিক নাসির উদ্দীন খান শহিদুল ইসলাম রশিদুল ইসলাম সেকেন্দার আলী দেলোয়ার হোসেন আবেদ আলী সানোয়ার হোসেন উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম সাধারণ সম্পাদক কোহিনুর বেগম বিলকিছ আরা
সোনালী আক্তার যুব লীগ নেতা আব্দুর রাজ্জাক ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সজল আব্দুল হান্নান আতিকুর রহমান সহ তিনটি ওয়ার্ডের আ’লীগ ও অংশ সহযোগি সংগঠনের দলীয় নেতৃবৃন্দ।
বক্তরা বলেন বাংলাদেশ আ’লীগের সংগঠন মুক্তিযোদ্ধের সপক্ষের সংগঠন। এই সংগঠনকে তৃণমূল থেকে সুসংগঠিত করে গঠনের লক্ষ্যে ওয়ার্ড পর্যায় থেকে সভাপতি-সম্পাদক নির্বাচন করা হচ্ছে। দলের জন্য যারা নিবেদিত প্রাণ। যাদের হাতে ওয়ার্ড পর্যায়ে আ’লীগ শক্তিশালী হবে।
মতিহার বার্তা ডট কম – ২৭ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.