মতিহার বার্তা ডেস্ক: পাবনার বেড়া উপজেলার জাতসাখিনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসিফ ইকবাল রোমেল (৩৮) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার দুপুরে উপজেলার আমিনপুর থানার নান্দিয়ারা গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
আসিফ ইকবাল রোমেল বেড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টি নেতা প্রয়াত রওশন আলমের ছেলে।
জাতসাখিনী ইউপি চেয়ারম্যান রেজাউল হক বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমিনপুর থানার ওসি মমিনুল ইসলাম সাবেক চেয়ারম্যান রোমেলের পরিবারের লোকজনের উদ্ধৃতি দিয়ে জানান,দুপুর ১টার দিকে তার শোয়ার ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়।তারা অনেক ডাকাডাকি করেন।কোনো সাড়া না পেয়ে শেষে দরজা ভেঙে তারা দেখতে পান ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস নিয়ে রোমেল ঝুলে আছেন।
স্থানীয়রা জানান,রোমেল বিভিন্ন সময়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছে ১০ লক্ষাধিক টাকা ঋণ নেন।পাওনাদাররা দীর্ঘদিন ধরে টাকার জন্য তাকে চাপ দিচ্ছিলেন।তিনি দীর্ঘদিন ধরে মাদকও সেবন করতেন বলে তারা জানান।
সাংসারিক অনটন,পাওনাদারদের চাপ,সব মিলিয়ে তিনি দুশ্চিন্তায় ভুগতেন। মানসিক বিকারগ্রস্ত হয়েই তিনি আত্মহত্যা করতে পারেন বলে অনেকের ধারণা।
আমিনপুর থানার ওসি মমিনুল ইসলাম আরও জানান,লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। সুত্র: যুগান্তর
মতিহার বার্তা ডট কম – ২৮ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.