মতিহার বার্তা ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালীতে বন্দুকযুদ্ধে ‘ডাকাতচক্র জাকের গ্রুপের’ প্রধান মো. জাকের (৩৫) নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাব।
রোববার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকূল এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর ছড়ারকূল এলাকায় ডাকাত সর্দার জাকেরের আস্তানায় অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জাকের ও তার সহযোগীরা গুলি ছুড়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। র্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে জাকেরের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাকেরের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল-রিভলবারসহ ১১টি অস্ত্র ও বেশ কিছু কার্তুজ-গুলি উদ্ধার করা হয়েছে।
মতিহার বার্তা ডট কম – ২৮ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.