সোমবার বিকেল ৩টায় রাবি ভিসি বরাবর স্মারকলিপি দেন তারা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সারাদেশে ডেঙ্গু ভয়ংকর রুপ ধারণ করেছে।
যা দেশব্যাপী দ্রুতই ছড়িয়ে যাচ্ছে। শুধু তাই নয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে ২৭ জন। ফলে ধারণা করা হচ্ছে রাজশাহীতেও ডেঙ্গুর প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আরো উল্লেখ করেন, ঢাবি, জাবি ও ইডেন কলেজে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যুর পর রাবিতেও প্রায় ৯জন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এমতাবস্তায় অতিদ্রুত ডেঙ্গু রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আহমেদ রাহী, এস এম মাহমুদুল হাসান, শামস্ দীপ্ত, এস ওয়াজেদ, এম এ তাহের, নাফিউল জীবন, শাহরুখ, জাকির প্রমুখ ।
এদিকে ডেঙ্গু শনাক্তকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প বুথ ক্যাম্পাসে স্থাপনের দাবি জানিয়ে প্রক্টর বরাবর আবেদন করেছেন তারা। বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান জানান, বুথ স্থাপনের দাবি জানিয়ে ছাত্রদলের একটি আবেদন পেয়েছি। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
মতিহার বার্তা ডট কম – ২৯ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.