মতিহার বার্তা ডেস্ক : এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ফারজানা হোসেন (৪৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার দিনগত রাত পৌনে ২টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
ফারজানা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মিরপুর শাখার ভাইস প্রিন্সিপাল ছিলেন। তার স্বামী ডা. নুরুল আমিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনিক্স ইউনিটের উপপরিচালক (উপসচিব)। রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন তিনি।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসিরউদ্দিন জানান, ফারজানা ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন। সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে ৯ জন মারা গেলেন; যার মধ্যে ছয়জনই নারী। সুত্র: যুগান্তর
মতিহার বার্তা ডট কম ৩০ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.