আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়ন যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধরত তাদের দেশের জঙ্গিদের নিজস্ব চেষ্টায় প্রতিহত করতে না পারে তাহলে ইরাক এবং সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের হাতে আটক প্রায় ২ হাজার ৫০০ জঙ্গিকে ইউরোপে পাঠানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়ে লড়াই করা ইউরোপীয়ান জঙ্গিদের ছাড় দেয়ার ব্যাপারে ইইউ যে অবস্থান নিয়েছে তা নিয়ে ট্রাম্প অসন্তোষ প্রকাশ কড়ে এর কড়া সমালোচনা করেন। বৃহস্পতিবার ট্রাম্পের এই হুশিয়ারি উচ্চারণের কারণে ওই অঞ্চলে যুদ্ধরত শত শত ইউরোপীয়ানের দেশে ফেরত আসার বিষয়টি অনিশ্চিত হয়ে গেল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমাদের কাছে হাজার হাজার আইএস যোদ্ধা আছে। আমরা চাই ইউরোপ তাদেরকে গ্রহণ করুক এবং দেখা যাক তারা নেয় কিনা। যদি তারা তাদেরকে না নেয় তাহলে তাদেরকে (আটক জঙ্গিদের) হয়তো আমাদের ছেড়ে দিতে হবে।’
ইসলামিক স্টেটসহ অন্যান্য সশস্ত্র জঙ্গি সংগঠনগুলোর হয়ে যুদ্ধ করতে ইউরোপীয় দেশগুলোর যেসব নাগরিক সিরিয়া এবং ইরাকে গেছেন তাদেরকে ফিরেয়ে নেয়া নিয়ে এবারই প্রথম নয় এর আগেও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেন ট্রাম্প।
মতিহার বার্তা ডট কম – ০২ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.