বিনোদন ডেক্স : শ্রাবণ মাসে বহু পরিবারেই শিব পুজোর রীতি রয়েছে। অনেকই এই মাসে শিবের মাথায় জল ঢালতে যান তারকেশ্বর সহ বিভিন্ন মন্দিরে যান। কেউ আবার বাড়িতেই পুজো করে থাকেন। তেমনই নিজেদের বাড়িতেই শিব পুজোর আয়োজন করলেন শ্রাবন্তী ও রোশন।
বিয়ের পর থেকে মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজেদের কিংবা পারিবারিক নানার মুহূর্তের ছবি পোস্ট করেন শ্রাবন্তী ও রোশন। তাঁরা যে একে অপরের সঙ্গে বেশ খুশি তা তাঁদের দেখলেই বেশ বোঝা যায়। সম্প্রতি নিজের বাড়িতেই শিব পুজোর আয়োজন করেছিলেন শ্রাবন্তী ও রোশন। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। ক্যাপশানে লিখেছেন, ”হর হর মহাদেব ” ছবিটি রোশনকে ট্যাগও করেছেন তিনি।
ছবি লালপাড় সাদা শাড়ি, শাঁখা পলা পরে এক্কেবারে বাঙালি বধুর বেশেই পুজোয় বসতে দেখা গেছে শ্রাবন্তীকে। অন্যদিকে রোশনের পরনে রয়েছে ধুতি। সম্প্রতি স্বামী রোশনের অনুপ্রেরণায় শরীরচর্চায় মনোনিবেশের কথাও জানিয়েছিলেন শ্রাবন্তী।
মতিহার বার্তা ডট কম – ০২ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.