নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় শিফটের ভর্তি ও ক্লাস পরিচালনার জন্য বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শিক্ষকরা দ্বিতীয় শিফটে ৫০ শতাংশ ভাতাসহ দাবিগুলো পূরণের আন্দোলনের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে বলে শিক্ষার্থীরা জানায়।এনিয়ে আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনে নামে ইনস্টিটিউটেটির দ্বিতীয় শিফটে নতুন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী তারেক জানায়, তাদের দাবি আন্দোলন নয়, ক্লাসে ফিরে যেতে চান তারা।আর শিক্ষকরা বলছেন, নতুন করে শিক্ষক নিয়োগ দিতে হবে, দ্বিতীয় শিফটের জন্য। না হলে দিতে হবে শতভাগ সুযোগ সুবিধা।‘ এমন দাবির মুখে আটকে গেছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন।
মতিহার বার্তা ডট কম – ০৪ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.