শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
টাকা দিয়েও হজে যেতে না পারায় কাঁদছেন ৩৭ হজযাত্রী

টাকা দিয়েও হজে যেতে না পারায় কাঁদছেন ৩৭ হজযাত্রী

মতিহার বার্তা ডেস্ক: দালালের খপ্পরে পড়ে টাকা দিয়েও হজে যেতে পারছেন না পঞ্চগড় জেলার ৩৭ জন হজযাত্রী। প্রায় কোটি টাকা নিয়ে দালালদের উধাও হয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বিষয়টি নিয়ে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করেছেন তারা। তবে সরকারিভাবে নিবন্ধীত না হওয়ায় এ বিষয়ে প্রশাসনের তেমন কিছু করার নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ভুক্তভোগীদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াছেদ আলী নামে এক মোয়াল্লেমের কাছে পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলার ৩৭ জন ব্যক্তি হজে যাওয়ার জন্য টাকা জমা দেন। কিন্তু কথিত মোয়াল্লেম ওয়াছেদ আলীসহ প্রতারক চক্র হজযাত্রীদের প্রায় কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়। তাই প্রাক-নিবন্ধন করা হলেও এ সব হজযাত্রী এ বছর হজ করতে পারছেন না।

ভুক্তভোগীদের অভিযোগ, কথিত মোয়াল্লেম ওয়াছেদ আলী কুমিল্লার লাকসাম এলাকার আব্দুল জলিলের যোগসাজশে প্রত্যেক হজযাত্রী বাবদ দুই থেকে তিন লাখ টাকা নেয়। এটিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড ও সানফ্লাওয়ার এয়ার লিংকার্সসহ বিভিন্ন হজ এজেন্সির নামে নিবন্ধন দেখায় তারা।

তারা জানান, প্রাক-নিবন্ধনের পরও হজে যেতে না পেরে তারা টাকা ফেরত নেয়ার জন্য ওয়াছেদ আলীর বাসায় যান ভুক্তভোগীরা। কিন্তু একাধিকবার খুঁজেও তাকে বাসায় পাওয়া যায়নি।

নিরুপায় হয়ে তারা পঞ্চগড় জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।

জেলা প্রশাসকের কাছে দেয়া অভিযোগে প্রতারণার শিকার হজযাত্রীরা জানান, হজে যাওয়ার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। অনেকে দোয়ার অনুষ্ঠান করে স্বজনদের থেকে বিদায় নিয়ে রেখেছেন। এমন পরিস্থিতিতে হজে যেতে না পেরে তারা আর্থিক ও মানসিকভাবে বিপর্যয়ের স্বীকার হয়েছেন।

জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ ধামেরঘাট এলাকার দারাজ উদ্দিন বলেন, ‌হজে যাব সবাইকে বলেছি। টাকাও দিয়েছি ২ লাখ। কিন্তু হজে যেতে পারলাম না। আমি এখন অসহায়। সুত্র: যুগান্তর

মতিহার বার্তা ডট কম – ০৪  আগস্ট ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply