নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মহিষবাহী নসিমন উল্টে ৪ জন আহত হয়েছেন। আজ রোববার রাত ৮ টার দিকে নগরীর উপকন্ঠ কাটাখালী থানাধীন পালপাড়া ঢালান এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিল্লুর রহমান জানান, একটি ট্রাক রাজশাহী শহরের দিকে যাচ্ছিল, অপর দিকে পালপাড়া ঢালান থেকে নসিমন উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তবে ট্রাকের সাথে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। এ সময় ঘটনাস্থলে নসিমনে থাকা ৩ জন আরহী গুরুতর আহত হয়েছেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নসিমনের ৩ জন আরহীকে গুতর আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতে ভর্তি করেন।
তিনি আরো বলেন, চালক বাতেন আলী (৬২) মাথায় আঘাত পেয়েছেন এবং বর্তমানে তিনি কাটাখালী থানা হেফাজতে আছেন। পাশাপাশি নসিমনে থাকা দুটি মহিষও থানার হেফাজতে আছে বলেও জানান তিনি।
বাতেন আলী বাগমারা থানাধীন মাটির পাড়া এলাকার মোশারফের ছেলে। এ খবর লেখা পর্যন্ত আহত ব্যক্তিদের তাৎক্ষণিক নাম ঠিকানা পাওয়া যায়নি।
মতিহার বার্তা ডট কম – ০৪ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.