চারঘাটে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চারঘাটে বিপুল পরিমান গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ৩ কেজি গাঁজাসহ মোঃ বাদশা মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ৫।

গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে চারঘাট থানাধীন শিবপুর শেখপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব- ৫ রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাদশা চারঘাট থানাধীন শিবপুর শেখপাড়া এলাকার মৃত তছির শেখের ছেলে।

তার বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১)সারণি ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে চারঘাট থানাধীন শিবপুর শেখপাড়া এলাকায় অভিযান চালানো হয়। ওই সময় বাদশা মিয়া আটক করা হলে তার নিকট থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এরপর আইনী প্রক্রিয়া শেষে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়।   

মতিহার বার্তা ডট কম – ০৫   আগস্ট ২০১৯

   

খবরটি শেয়ার করুন..

Leave a Reply