মতিহার বার্তা ডেস্ক : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদরের একটি জামে মসজিদে প্রতিপক্ষের দেয়া এসিড মিশ্রিত পানি পান করে ভারতীয় নাগরিকসহ তাবলিগ জামাতের সাদপন্থি দুই সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার রাতে তাবলিগ জামাতের বিবদমান গ্রুপের প্রতিপক্ষের সদস্যরা কৌশলে সাদপন্থির দুই সদস্য এসিড পানি পান করিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গুরুত্বর অসুস্থ তাবলিগ জামাত সদস্য শাহাবুদ্দিন ভারতের রাজস্থান এলাকার মৃত রহমতুল্ল্যাহর ছেলে ও এমদাদুল হক বাংলাদেশের ময়মনসিংহের জালাল উদ্দিনের ছেলে।
সর্বশেষ মঙ্গলবার সকালে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অসুস্থ দুই তাবলীগ জামাত সদস্যের মধ্যে ভারতীয় নাগরিক শাহাবুদ্দিনের অবস্থা বেশি সংকটাপন্ন বলে সংশ্লিষ্ট হাসপাতাল সূত্রে জানা গেছে।
তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপের মধ্যকার বিরোধের জের ধরে প্রতিপক্ষ প্রতিহিংসা চরিতার্থ করতে সুকৌশলে তাদের এসিড মিশ্রিত পানি পান করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় তাবলিগ সদস্য সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে তাবলিগ জামাতের মারকাজে নিজামুদ্দিন (সাদপন্থি) ও ওলামা মাশায়েক নামে বিবদমান দুটি গ্রুপের বিরোধ চলে আসছিল। এ অবস্থায় সোমবার বিকালে তাবলিগ জামাতের ওলামা মাশায়েখ গ্রুপের সদস্যরা নিজামুদ্দিন গ্রুপের কয়েকজন সদস্যকে ক্ষেতলালে দাওয়াত দিয়ে নিয়ে যান।
রাতে এশার নামাজ শেষে বয়ানের পর তাবলিগ জামাতের নিজামুদ্দিন গ্রুপের সদস্যদের রাতের খাবার পরিবেশন হয়। ওই সময় ওই গ্রুপের নেতা ভারতের শাহাবুদ্দিন ও বাংলাদেশের এমদাদুলকে বোতলে এসিড মিশ্রিত পানি সরবরাহ করা হয়, যা পান করে তারা দুজন গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার খবর জানতে পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ ছালাম কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা সাংবাদিকদের জানান, তদন্তসাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুত্র: জাগো নিউজ
মতিহার বার্তা ডট কম – ০৬ জুলাই ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.