শিরোনাম :
এডিস মশা নিধনে আন্তর্জাতিক মানের ২৫ টন ওষুধ আমদানি:মেয়র জাহাঙ্গীর

এডিস মশা নিধনে আন্তর্জাতিক মানের ২৫ টন ওষুধ আমদানি:মেয়র জাহাঙ্গীর

মতিহার বার্তা ডেস্ক :  ডেঙ্গু প্রকোপ থেকে দেশকে মুক্ত করতে নিরলসভাবে কাজ করে চলছে প্রশাসন। গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডে ডেঙ্গুর রোগ বহনকারী এডিস মশা নিধনে আন্তর্জাতিক মানের ২৫ টন ওষুধ আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোমবার(৫ অগাস্ট) সকালে মহানগরীর টঙ্গীতে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কর্মসূচি ও র‍্যালির উদ্বোধন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মেয়র বলেন, আমরা ইতোমধ্যে সিটির ৫৭টি ওয়ার্ডে ডেঙ্গু মশক নিধনে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছি। গাজীপুর নগরবাসীকে ডেঙ্গুমুক্ত করতে ২৫ টন ওষুধ আমদানি হরা হয়েছে।

এডিস মশা নিধনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পরীক্ষিত এই ওষুধ আমদানি করা হয়েছে। ঢাকাসহ অন্য সিটিতেও জরুরিভাবে এই ওষুধের প্রয়োজন হলে বিনামূল্যে তা সরবরাহ করে ডেঙ্গু মশা নিধনে সহযোগিতা করা হবে। যে কেউ এই ওষুধের মান যাচাই করতে চাইলে আমরা তাতেও সহযোগিতা করব। নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য তিনি সবার সহযোগিতা চান।

মতিহার বার্তা ডট কম – ০৭ আগস্ট, ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply