নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী শনিবার (১০ আগস্ট) থেকে রবিবার (১৮ আগস্ট) পর্যন্ত ছুটি থাকবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এছাড়া ৮ ও ৯ আগস্ট সাপ্তাহিক ছুটি রয়েছে।
ঈদের ছুটিকালীন সময়ে রুয়েটে সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। কেবলমাত্র জরুরি শাখাগুলোতে বিশেষ ব্যবস্থায় কর্মকান্ড চলবে।
রুয়েটের হলসমূহগুলো আগামী শুক্রবার (৯ আগস্ট) থেকে রবিবার (১৮ আগস্ট) পর্যন্ত বন্ধ থাকবে। সেজন্য হলে বসবাসরত ছাত্র/ছাত্রীদের আগামী বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী রবিবার (১৮ আগস্ট) সকাল ৬ টায় হল সমূহ খুলে দেওয়া হবে।
ঈদের ছুটি শেষে আগামী সোমবার (১৯ আগস্ট) থেকে সকল প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হবে। সকল বিভাগের ক্লাসসমূহও এদিন থেকে শুরু হবে।
এদিকে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে রুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল সেখ।
মতিহার বার্তা ডট কম – ০৭ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.