শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
রাজশাহী নগরীর কাটাখালী থানায় ফেন্সিডিলসহ আটক-১, পলাতক-২, মাদক সেবী আটক-২

রাজশাহী নগরীর কাটাখালী থানায় ফেন্সিডিলসহ আটক-১, পলাতক-২, মাদক সেবী আটক-২

“রাজশাহীতে ফেন্সিডিলসহ আটক – ১, পলাতক -২, আটক দুই মাদক সেবীর নাম প্রকাশ করতে রাজি নয় ওসি (তদন্দ) মতিয়ার রহমান ”

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর উপকন্ঠ টাঙ্গন এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ হারান (৩৫) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরীর কাটাখালি থানাধীন টাঙ্গন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে কাটাখালি থানার তদন্ত ওসি মতিয়ার রহমান ও সঙ্গীয় ফোর্স।

একই সময় ওই এলাকার চিহ্নিত ফেন্সিডিল ব্যবসায়ী সুমনের অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী দম্পতী সুমন (৩০) ও তার স্ত্রী সাথী (২৫) বাড়ি থেকে পালিয়ে যায়। তবে তার বসত ঘর থেকে ১০ বোতল ফেন্সিডিল ও দুইজন মাদক সেবিকে আটক করে থানায় নিয়ে আসে ওসি তদন্ত ও সঙ্গীয় ফোর্স ।

আটককৃত হারান টাঙ্গন  মধ্যপাড়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। একই এলাকার মুক্তিযোদ্ধার ছেলে মাদক ব্যবসায়ী সুমন ও তার স্ত্রী সাথী। তবে আটককৃত মাদক সেবীদের নাম বলেননি ওসি তদন্ত।

জানতে চাইলে (ওসি) তদন্ত মতিয়ার রহমান জানান, হারানের নিকট বিরুদ্ধে  ১০ বোতল ফেন্সিডিলের মামলা এবং সুমন ও তার স্ত্রী সাথীর বিরুদ্ধে ১০ বোতল ফেন্সিডিলের মামলা রুজু করা হবে।

তিনি আরো বলেন, সুমনের বাড়ি থেকে আটক দুইজন মাদক সেবীর বাড়ির লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা আসছে। তাদের বিষয়ে আপনাদের কাল (বুধবার) জানানো হবে। তবে তিনি কিছুতেই মাদক সেবিদের নাম সাংবাদিকদের বলতে রাজি হননি।

প্রসঙ্গত, আরএমপি’র আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় পুলিশের কর্মকর্তাদের দেয়া বক্তব্যে উল্লেখ করেন, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী উভয়ই আপরাধী এবং উভয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিন্তু কাটখালী থানার ওসি তদন্ত দুইজন মাদক সেবির নাম গোপন রাখলেন কেন ?  তা আমাদের বোধগম্য নয়।

 মতিহার বার্তা ডট কম – ১৪ আগষ্ট ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply