নিজস্ব প্রতিবেদক : আগুন গরমে হাঁসফাঁস ধরে গিয়েছিলো নগরবাসীর, কোথাও এতটুকু স্বস্তি ছিল না, । ঘরে-বাইরে সর্বত্র আগুনের উত্তাপ ছিল। গত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছিল। একটু শিতল বাতাসের আশায় রাজশাহীরি পদ্মার পাড়ে ভিড় জমাচ্ছিল মানুষ। কিন্তু পদ্মার পাড়েও ছিল না বাতাস । বৃষ্টির জন্য মানুষের মধ্যে পড়ে গিয়েছিল হাহাকার।
সেই দীর্ঘ প্রত্যাশায় অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার আশার প্রদীপ হয়ে দেখা দিলো স্বস্তির বৃষ্টি। বৃষ্টির স্থায়িত্ব অল্প সময়ের জন্য হলেও এ বৃষ্টিতে নগরজীবনে নেমে এসেছে স্বস্তি ও আনন্দ।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার বলেন, আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজশাহী অঞ্চলে।
আকাশে মেঘ রয়েছে। বৃষ্টি হতে পারে। এমন অবস্থা থাকতে পরে আরো কিছু দিন বলেও জানান তিনি।
মতিহার বার্তা ডট কম ১৩ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.