নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে । বর্তমানে হাসপাতালে ১১৬ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী চিকিৎসাধীন।
আজ মঙ্গলবার হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় আরও ১১ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। এছাড়া গতকাল সোমবার (১২ আগস্ট) একজন রোগী ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি জানান, এখন পর্যন্ত এ হাসপাতালে মোট ৩৫৭ জন ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ১১৬ জন এখনো চিকিৎসাধীন।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম ফেরদৌস জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এবার চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। তাই এখানে আসা রোগীরা শতভাগ চিকিৎসা পাচ্ছেন। রক্ত পরীক্ষা, ডেঙ্গু রোগ সনাক্ত ও প্রয়োজনে রক্ত দেওয়াসহ সব ধরনের চিকিৎসা ব্যবস্থাপনা রাখা হয়েছে ।
মতিহার বার্তা ডট কম ১৩ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.