মতিহার বার্তা ডেস্ক: যশোর সদর উপজেলার বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে নিজ অস্ত্র দিয়ে গুলি করে মকদুম আলী (৫১) নামে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে ফজরের নামাজ শেষ করে ক্যাম্পের ভেতরে তিনি আত্মহত্যা করেন। দেড় মাস আগে মকদুম আলী বসুন্দিয়া ক্যাম্পে যোগদান করেছিলেন। যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সমীর সরকার জানিয়েছেন, মকদুম আলী দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ নিয়ে অশান্তিতে ছিলেন।
প্রায়ই ফোনে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ লেগে থাকত। গতরাতে ক্যাম্পের পাশে মসজিদে গিয়েও ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি করেন। ভোরে ক্যাম্পে ফিরে নিজের অস্ত্র দিয়ে থুতনিতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন।
খবর পেয়ে পুলিশ সুপার মঈনুল হক পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া যশোর আনসার ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের সদস্যদের তার মৃত্যুর খবর জানানো হয়েছে।
তিনি আরো জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারকে সোপর্দ করা হবে।
মতিহার বার্তা ডট কম – ১৫ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.