মতিহার বার্তা ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে বাল্যবিয়ের দায়ে বর ও কাজিকে ছয মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মশাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাল্যবিয়ে দেয়া হচ্ছে এমন অভিযোগ পেয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মশাউড়া গ্রামের বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাজি আরজান আলী ও বর নয়ন আলীকে আটক করে। পরে কাজি ও বরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
দণ্ডিত কাজি আরজান আলী মশাউড়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে এবং বর নয়ন আলী ভেড়ামারা উপজেলার কাজীহাটা গ্রামের হান্নান আলীর ছেলে।
মতিহার বার্তা ডট কম – ১৬ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.