ফাইসাল হোসেন: রাজশাহীতে দুরপাল্লা পরিবহন কাউন্টারে জেলা প্রশাসন ও বিআরটি’র মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে শিরোইল ঢাকা বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। ঈদে ঘরমুখো মানুষের চলাচল নিরাপদ ও স্বাভাবিক রাখার স্বার্থে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজশাহী সার্কেলের উদ্যোগে পরিবহন কাউন্টার গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্মী ও বিআরটিএ রাজশাহী সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ।
এ সময় ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শিত না থাকায় ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ৭ হাজার টাকা, শ্যামলী পরিবহনকে ৬ হাজার ৫ শত টাকা, গ্রামিন পরিবহনকে ৫ হাজার ৫ শত ও দেশ ট্রাভেলসকে সর্ব নিম্ন ৫ শত টাকা জরিমানা করা হয়। মোট ৪ টি মামলার মাধ্যমে ১৯,৫০০/= টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মতিহার বার্তা ডট কম – ১৯ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.