এসএম বিশাল: রাজশাহী রেলওয়ে স্টেশনে আমেরিকান নাগরিক সানজিদা (৩৫) নামের একটি মেয়ের ভ্যানিটি ব্যাগ চুরির অভিযোগ উঠেছে।
সানজিদা একজন শারীরিক প্রতিবন্ধী তিনি গোদাগাড়ী উপজেলার সাবেক কর্নেল আব্দুল্লা আল ওয়াহেদ এর মেয়ে এবং কুষ্টিয়া জেলার আব্দুল আলিমের স্ত্রী।গতকাল বুধবার সন্ধা সাড়ে ৭ টার দিকে স্টেশনের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানজিদা দাবি করে বলেন, গতকাল সন্ধা ৭টা ১০ মিনিটের সময় ট্রেন থেকে তিনি নামেন, পরে স্টেশনের মেইন গেটে আটোতে উঠার সময় তার ব্যাগটি কেউ বা কাহারা চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া ব্যাগের মধ্যে বাংলাদেশী ২ লাখ ৮০ হাজার টাকা, ৩ হাজার ইউএস ডলার এবং জুয়েলারি সামগ্রীসহ আমেরিকান পাসপোর্ট ছিলো বলেও জানান তিনি।
কিন্তু সিসি টিভি ফুটেজে দেখা গেলো ভিন্ন চিত্র, তাতে দেখা যাচ্ছে সানজিদা ওয়াকোরের উপর ভর করে হাটছেন, এবং তার স্বামীর পিঠ ব্যাগ ছাড়া কোন ব্যাগ দেখা যায়নি তাদের হাতে।
শেষে আটোতে উঠার সময় কাউকে তাদের ব্যাগ নিতেও দেখা যায়নি। এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে ব্যাগটি চুরি হলো কোথায় ? এ দিকে ঘটনার পর থেকে সানজিদার ব্যাগটি উদ্ধারে ব্যাপক তৎপর রয়েছে পুলিশ।
মতিহার বার্তা ডট কম – ২১ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.