মতিহার বার্তা ডেস্ক : টাঙ্গাইলের জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নাম্বর ক্লোন করে একশ্রেণীর অসাধু ব্যক্তি বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে বিষয়টি জানতে পারেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
এ ব্যাপারে জেলা প্রশাসক শহীদুল ইসলাম বলেন, হঠাৎ করে শুক্রবার সকালে জানতে পারি একশ্রেণীর অসাধু ব্যক্তি আমার সরকারি মোবাইল ফোন নাম্বর ক্লোন করে মানুষের কাছে টাকা চাচ্ছে। বিষয়টি জেনে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। যদি কেউ জেলা প্রশাসকের নাম ভাঙিয়ে টাকা দাবি করে তাহলে তাদের আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
মূলত প্রতারণা করার জন্যই মোবাইল নাম্বার কেøান করা হয়েছে। এ ছাড়া জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ‘জেলা প্রশাসক টাঙ্গাইল’এর ফেসবুক পেইজে পোস্ট দেয়া হয়েছে। সবাইকে এ ব্যাপারে সচেতন থাকার জন্য আহবান জানান তিনি।
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।
এদিকে জেলা প্রশাসক টাঙ্গাইল’এর ফেসবুক পেইজে জানানো হয়Ñ জেলা প্রশাসক টাঙ্গাইল এর অফিসিয়াল মোবাইল নাম্বার ০১৭ ১৫২২ ৮৫৬৬. জানতে পারলাম এই নাম্বারটি ক্লোন হয়েছে এবং এই নাম্বার থেকে ফোন দিয়ে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হচ্ছে। কাউকে এবিষয়ে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।
মতিহার বার্তা ডট কম ২২ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.