মতিহার বার্তা ডেস্ক : মৌলভীবাজারের কমলগঞ্জে ডিবি পুলিশে অভিযানে ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (২১শে আগষ্ট) উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এর অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ (পিপিএম বার) এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে ও এ,এস,আই মুকুন্দ দেব বর্মাসহ সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান চালিয়ে বুধবার দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজার এর আল-আমিন হার্ডওয়্যার দোকান -এর সামনে থেকে জমশেদ মিয়াী ছেলে জাকারিয়া মিয়ার(২৫) কাছ থেকে ২০ পিছ ইয়াবা, মৃত নূর মিয়ার ছেলে মনর মিয়ার কাছ থেকে (৪০) ১৫ পিছ ইয়াবা ও মতি মিয়ার ছেলে আব্দুল মিয়ার কাছ থেকে ১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় ঘটনার সত্যতা স্বীকার করেন এবং আসামীদের বিরুদ্ধে মাদকদব্র্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
মতিহার বার্তা ডট কম – ২৪ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.