শিরোনাম :
সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকা অফিসে দূস্কৃতিকারীদের ককটেল হামলা ও সিটি ক্যামেরা ভাংচুর নগরীর মতিহারে বিল্ডিং নির্মান বন্ধের হুমকি! ভয়ে ৫০ হাজার টাকা চাঁদা দিলেন বিধবা নারী (ভিডিও) গোদাগাড়ীতে ১০লাখ টাকার হেরোইন-সহ ৩জন মাদক কারবারী গ্রেফতার নগরীর তালাইমারীতে গাঁজা কারকারী মল্লিক গ্রেফতার রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত রুয়েটকে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে রুপান্তর করতে হলে সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরী চিপস্ খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের নাবালিকাকে ধর্ষণ চেষ্টা: আসামি নাইম গ্রেফতার এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি তানোরে ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামি ইকবাল গ্রেফতার কৃষিতে বির্পযয়ের আশঙ্কা তানোরে চোরাপথে আশা মানহীন সারে বাজার সয়লাব
রাজশাহী সীমান্তে চোরাচালান রোধে সতর্ক অবস্থান বিজিবি’র

রাজশাহী সীমান্তে চোরাচালান রোধে সতর্ক অবস্থান বিজিবি’র

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সীমান্ত দিয়ে সাম্প্রতিক সময়ে ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদক পাচার বেড়েছে। আরা তাই ফেন্সিডিলসহ সব ধরনের পণ্য চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি কড়া নজরদারি শুরু করেছে।

বিজিবি সদস্যরা দিনরাত কাজ করে চলেছে। ফলে বেড়েছে নিয়মিত টহলও। বিজিবি’র ১ ব্যাটেলিয়নের পরিচালক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এ তথ্য জানান। গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, রাজশাহীর বিস্তীর্ণ এলাকাজুড়ে রয়েছে ভারতীয় সীমান্ত। যার একটি উল্লেখযোগ্য অংশ পদ্মা নদী পথ। চোরাকারবারীরা এই রুটে মাদক চোরাচালানে নিত্যনতুন কৌশল অবলম্বন করছে।

তাদের সাথে পাল্লা দিয়ে বিজিবি নিজেদের বিদ্যমান প্রযুক্তি ও সোর্সকে কাজে লাগিয়ে মাদকের সেই চোরাচালানগুলো উদ্ধার করছে। ফলাফল রাজশাহীর বিস্তীর্ণ সীমান্তের কোন না কোন রুটে প্রতিদিন উদ্ধার হচ্ছে বিপুল সংখ্যক মাদকের চালান।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী ব্যাটালিয়ান-১ এর দেওয়া তথ্য মতে, ২০১৯ এর গত আট মাসে প্রায় দেড় কোটি টাকা সমমূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল ২১ হাজার ১৫৪ বোতল, ইয়াবা আট হাজার ২৭৬পিস, হেরোইন ৭৪৩ গ্রাম, গাঁজা ৬৩ কেজি, ভারতীয় মদ ৩২৪ বোতল ও গ্যালিসিক্স ইঞ্জেকশন রয়েছে ১১শ’ ২০ পিস।

জানুয়ারি থেকে ২৫ অগস্ট পর্যন্ত স্থানীয় বিজিবি বাহিনীর দ্বারা উদ্ধার হওয়া এই মাদকগুলো খুব শিঘ্রই জনসম্মূখে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন ১ ব্যাটেলিয়নের পরিচালক।

এদিকে, গত আট মাসে বিজিবির সহযোগীতায় রাজশাহী করিডোর দিয়ে বৈধ পথে ২২ হাজার ৭৭১টি গবাদিপশু আমদানি হয়েছে। যার মধ্য দিয়ে সরকারের রাজস্ব আয় হয়েছে এক কোটি ১৪লাখ ১৮ হাজার টাকা। আমদানি হওয়া পশুর মধ্যে রয়েছে পাঁচটি ঘোড়া, ১১ হাজার ৪৬৮টি গরু, ১১হাজার ২৯৮টি মহিষ।

মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন, বিজিবি-১ ব্যাটেলিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আসিফ বুলবুল।

মতিহার বার্তা ডট কম  ২৬ আগস্ট  ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply