আন্তর্জাতিক ডেস্ক : সোমবারই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাফ জানিয়ে দিয়েছেন, আমরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসেই কাশ্মীর সমস্যার সমাধান করব। অন্যদিকে এদিনই কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আমি কাশ্মীরের স্বাধীনতার জন্য লড়াই করব।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ইঞ্জিনিয়ারিং কলেজের এক অনুষ্ঠানে তিনি বলেন, আমি কাশ্মীরের স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত লড়ব। তাঁর কথায়, আমি নিজেকে কাশ্মীরের দূত হিসাবে নিযুক্ত করলাম।
মোদী সরকার সংবিধানের ৩৭০ ধারা লোপ করার পরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ভারত আন্তর্জাতিক মহলে বরাবরই বলে এসেছে, কাশ্মীরের বিশেষ মর্যাদা থাকবে কি থাকবে না এদেশের অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তান এই বাস্তবতা মেনে নিলেই ভালো করবে। সোমবার ফ্রান্সে জি-৭ বৈঠকের এক ফাঁকে আলোচনায় বসেন মোদী ও ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট আগে একাধিকবার বলেছিলেন, তিনি কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে রাজি। কিন্তু এদিন মোদী কার্যত তাঁর প্রস্তাব উড়িয়ে দেন।
মতিহার বার্তা ডট কম ২৬ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.