মতিহার বার্তা ডেস্ক: খাগড়াছড়িতে সেনাবাহিনীর সাথে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে ৩ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
আজ সোমবার (২৬ আগস্ট) দুপুরের দিকে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বরাদম গ্রামে ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি আস্তানায় সেনাবাহিনীর অভিযান চালালে এই ঘটনা ঘটে।
এর আগে গত ২৩ আগস্ট শুক্রবার সকাল ১০টার দিকে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক থানাধীন সীমানাছড়া এলাকায় আইনশৃংখলাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ এর সশস্ত্র গ্রুপের সদস্য সুমন চাকমা নিহত হয়। সেনাবাহিনীর টহলের সময় গাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা।
এসময় সেনা সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়,পরে সেখানে সুমন চাকমা ওরফে কসাই সুমন নামে এক সন্ত্রাসীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
আর গত ১৮ আগস্ট রাঙামাটির আরেক উপজেলা রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইথুপাড়া এলাকায় সেনাটহলে সশস্ত্র হামলায় এক সেনাসদস্য নিহত এবং ২ জন আহত হয়েছিলো।
মতিহার বার্তা ডট কম ২৬ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.