স্টাফ রিপোর্টার:সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার আইরিন খানম এর ফুপাত বোন মায়া খাতুন (৩০)। আহত মায়া তাহেপুরে একটি এনজিওতে চাকুরি করেন। তিনি চারঘাট থানাধীন পান্না পাড়া গ্রামের মান্নানের মেয়ে।
গতকাল মঙ্গলবার সাড়ে ১২ টার দিকে তাহেরপুর বাজারের পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
জানতে চাইলে সাংবাদিক আইরিন বলেন, মায়া খাতুন তার ভায়ের সাথে বাসা থেকে মোটরসাইকেলে করে অফিসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাহেরপুর বাজারের পেট্রোল পাম্পের সামনে পৌঁছার পর একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলে সামনে থেকে ধাক্কা দেয়।
এ সময় মায়া মোটরসাইকেল থেকে ছিটকিয়ে রাস্তায় পড়ে গেলে পিকআপ ভ্যানটি তাঁর হাত এবং পায়ের উপর দিয়ে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে তাঁর ডান হাত ও ডান পায়ের হাড্ডি ভেঙ্গে যায়। পরে উপস্থিত স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ১নং ওয়ার্ড পেইন বেডে চিকিৎসাধীন রয়েছেন।
মতিহার বার্তা ডট কম ২৮ আগস্ট ২০১৯
Leave a Reply
You must be logged in to post a comment.