রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

মতিহার বার্তা ডেস্ক: রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ মো. খোকন (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিএসটিআই মোড় এলাকায় অভিযান চালায় গোয়েন্দা উত্তর বিভাগের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। এ সময় খোকনের কাছ থেকে দুটি বস্তায় রাখা ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন জানান, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মতিহার বার্তা ডট কম – ৩০  আগস্ট ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply