শিরোনাম :
রাজশাহী গোদাগাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রাজশাহী গোদাগাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক আবু বক্কর (৪০) নামের এক পুলিশ সদস্যে নিহত হয়েছেন।

গতকাল শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার প্রেমতুলি পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর নওগাঁর মান্দা উপজেলার মাইনব মধ্যপাড়া গ্রামের তমির উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দিয়ে দ্রুত গতিতে একটি মোটরসাইকেল প্রেমতলির দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্য আবু বক্করকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে পায়ে ও মাথায় আঘাত পান তিনি।

ওই সময় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি নিয়ে করা হয়। চিকিৎস্যাধীন অবস্থায় আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে আইসিইউতে মারা যান তিনি।

প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নিত্য পদ দাস বলেন, রাজশাহী পুলিশ লাইনে জানাজার নামাজ সম্পূর্ণ শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মতিহার বার্তা ডট কম  ০১ মেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply