শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত-১৭, আহত শতাধিক

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত-১৭, আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক : পঞ্জাবের গুরদাসপুর জেলার বাতেলাতে একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এ ছাড়াও আহত হয়েছেন বহু। মৃতের সংখ্যা এখনও বাড়তে পারে বলে মনে করছে পুলিশ।

বুধবার বিকেল ৪টে নাগাদ হঠাৎ করেই ওই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, তাতে পুরো বিল্ডিং ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছন কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকরা। পৌঁছে যান পুলিশ ও দমকল আধিকারিকরা। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৭ জনের মৃতদেহ বের করা সম্ভব হয়েছে ধ্বংসস্তূপ থেকে। এ ছাড়াও অনেক শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের গুরদাসপুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছে, এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, ওই বাজি কারখানা লোকালয়ে অবস্থিত হওয়ায় ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। কারও গাফিলতি, নাকি নিছক দুর্ঘটনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং। তিনি টুইট করে জানিয়েছেন, এই ঘটনায় মৃতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়া হবে। তার সঙ্গে আহতদের চিকিৎসার সব দায়িত্ব সরকারের বলেও জানিয়েছেন তিনি।

মতিহার বার্তা ডট কম – ০৪ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply