শিরোনাম :
গোদাগাড়ীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান কর্তন রাজশাহীতে বালু মজুদ করতে ১০ একর জমির কাঁচা ধান সাবাড় বিশ্বের দীর্ঘতম গাড়িতে রয়েছে সুইমিং পুল, হেলিপ্যাডও ছুটির দিনে হেঁশেলে খুব বেশি সময় কাটাতে চান না? রবিবারে পেটপুজো হোক তেহারি দিয়েই দাম দিয়ে ছেঁড়া, রংচটা জিন্‌স কিনবেন কেন? উপায় জানা থাকলে নিজেই বানিয়ে ফেলতে পারেন উন্মুক্ত বক্ষখাঁজ, খোলামেলা পিঠ, ভূমির মতো ব্লাউজ় পরেই ভিড়ের মাঝে নজরে আসতে পারেন আপনিও স্পর্শকাতর ত্বকের জন্য বাড়িতেই স্ক্রাব তৈরি করে ফেলতে পারেন, কিন্তু কতটা চালের গুঁড়ো দেবেন? গরমে শরীর তো ঠান্ডা করবেই সঙ্গে ত্বকেরও যত্ন নেবে বেলের পানা, কী ভাবে বানাবেন? গাজ়া এবং ইরানে হামলা চালাতে ইজ়রায়েলকে ফের ৮ হাজার কোটি টাকার অস্ত্রসাহায্য আমেরিকার! ইজ়রায়েলকে জবাব দিতে সর্বোচ্চ নেতার ফতোয়ার কথাও ভুলতে চায় ইরান, এ বার কি পরমাণু যুদ্ধ?
মুম্বইয়ের বৃষ্টিতে ডুবল অমিতাভ বচ্চনের বাড়ি ‘প্রতীক্ষা’

মুম্বইয়ের বৃষ্টিতে ডুবল অমিতাভ বচ্চনের বাড়ি ‘প্রতীক্ষা’

আন্তর্জাতিক ডেস্ক : দু’দিন ধরে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্যনগরী ৷ মুম্বই এই বছরে দ্বিতীয় বার বানভাসি হয়েছে। তার জেরে শহরের বেশ কিছু অঞ্চলে জমেছে হাঁটু কিংবা কোমর পর্যন্ত জল ৷ রাস্তার ট্রাফিকের ধীর গতি ৷ সব মিলিয়ে চরম ভোগান্তি মুম্বইবাসীর। এই জলযন্ত্রণা থেকে বাদ পড়েনি বলিউডের তারকারাও। কার্যত জলে ডুবেছে অমিতাভ বচ্চনের পুরনো বাংলো, ‘প্রতীক্ষা’। বিগ বি-র ওই বাড়ির সামনে রাস্তায় হাঁটু জল। বাড়ির ভিতরটাও জলে ভাসছে। বর্তমানে এই বাড়িতে তিনি না থাকলেও শাহেনশা জীবনের একটা সময় কাটিয়েছেন এই ‘প্রতীক্ষা’তেই।

আর এই জলমগ্ন বাড়ির সামনের একটি ছবি ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, বৃষ্টির মধ্যে ওই বাড়ির সামনের রাস্তা দিয়ে একটি বাইক কয়েকজন যুবক মিলে ঠেলে নিয়ে যাচ্ছেন। আর ‘প্রতীক্ষা’র গেটের সামনে হাঁটু জলে দাঁড়িয়ে রয়েছেন বাড়ির দারেয়ান৷ তবে ভিতরের ছবি না ধরা পড়লেও গেটের কাছে জলমগ্ন বাড়িটিকে দেখেও অনুমান করা যাচ্ছে ভিতরের জল ঢুকেছে। তবে সপরিবার অমিতাভ বচ্চন এখন বাস করেন এই বাড়ি থেকে আরও এক কিলোমিটার মতো দূরে ‘জলসা’নামক বাড়িটিতে৷

এদিকে আবার বলিউডের আর সেলেব্রিটি ফারহা খান টুইটারে তাঁর সন্তানদের নিয়ে উৎকণ্ঠা ও ভোগান্তির কথা প্রকাশ করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষাকর্মীদের ভূমিকার জন্য প্রশংসা করে ধন্যবাদ জানিয়েছেন । পরিচালক-প্রযোজক-কোরিওগ্রাফার ফারহার টুইট লিখেছেন, স্কুল বাসের মধ্যে দু’ঘণ্টারও বেশি আটকে থাকার পর স্কুলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় বাচ্চাদের। সেখানে শিক্ষক-কর্মীরা তাদের খাওয়ানো এবং জামাকাপড় শুকোনোর ব্যবস্থা করেন৷ তারপর বাড়ি ফেরার মতো পরিস্থিতি তৈরি হলে তাদের ফেরত পাঠিয়েছে। দেরিতে হলেও নিরাপদেই তার সকলে বাড়ি ফিরেছে।এই কথা লিখে শিক্ষক দিবস জন্য ধন্যবাদও দিয়েছেন৷

মতিহার বার্তা ডট কম  ০৬ মেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply