ভাবির উদ্দেশ্যে কেউ নিজেকে রাজা ঘোষণা দিলেই রাজা হয় না: জিএম কাদের

ভাবির উদ্দেশ্যে কেউ নিজেকে রাজা ঘোষণা দিলেই রাজা হয় না: জিএম কাদের

মতিহার বার্তা ডেস্ক: জাতীয় পার্টিতে চেয়ারম্যান পদ নিয়ে দুই পক্ষের বিরোধ চরম আকার ধারণ করেছে। এইচ এম এরশাদের মৃত্যুর পর জিএম কাদেরকে দলের চেয়ারম্যান মনোনিত করা হয়।

তবে দেড় মাসের মাথায় আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন তার অনুগত নেতারা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এর প্রতিক্রিয়া জানিয়েছেন জিএম কাদের।

 তিনি বলেন, কেউ নিজেকে রাজা ঘোষণা করলেই রাজা হয় না। রাজা হওয়ার জন্য রাজ্য লাগে, সমর্থন লাগে। এছাড়া পার্টির শৃঙ্খলাভঙ্গের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

জিএম কাদের বলেন, যে কেউ ইচ্ছা করলেই জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে নিজের নাম ঘোষণা করতে পারেন না। এর জন্য দলের গঠনতন্ত্র রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী আমি পার্টির চেয়ারম্যান। এ সময় তিনি দলের গঠনতন্ত্র পড়ে শোনান।

বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুর আগে দলের গঠনতন্ত্র অনুযায়ী আমাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে গেছেন। তার মৃত্যুর পর গঠনতন্ত্র অনুযায়ী আমাকে চেয়ারম্যান করা হয়েছে। পরে পার্টির প্রেসিডিয়াম সভায় সর্বসম্মতিক্রমে সেটির অনুমোদন দেয়া হয়েছে।

জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ড গঠন নিয়ে বিরোধীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘এরশাদ সাহেব জীবিত থাকাবস্থায় যেভাবে বোর্ড গঠন করেছিলেন, সেভাবেই করা হয়েছে। শুধু একজন সদস্য নিজে থেকে সরে যেতে চাইলে তার স্থানে কাজী ফিরোজ রশীদকে যুক্ত করেছি। জাতীয় নির্বাচন ও একটি উপনির্বাচনে একই বোর্ড নাও হতে পারে। পার্টির গঠনতন্ত্র অনুযায়ীই আমি দায়িত্ব পালন করছি।

মতিহার বার্তা ডট কম – ০৬ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply