পেঁয়াজের আড়তে অভিযান, সোয়া লাখ টাকা জরিমানা

পেঁয়াজের আড়তে অভিযান, সোয়া লাখ টাকা জরিমানা

মতিহার বার্তা ডেস্ক: দেশের বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাজধানীর পাইকারি বাজার ও আড়তে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার রাজধানীর শ্যামবাজার ও ধানমন্ডি এলাকার বাজার তদারকি করা হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতরের সহকারী পরিচালক মাসুম আরেফিন ও মো. মাগফুর রহমান। সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

বাজার তদারকিকালে মূল্য তালিকা না থাকায় শ্যামবাজারের হাফিজ কর্পোরেশনকে পাঁচ হাজার টাকা, প্রিয় জেনারেল স্টোরকে ৩০ হাজার, আলমাস জেনারেল স্টোরকে ৩০ হাজার, স্টার ওয়ার্ল্ডকে ৩০ হাজার ও প্রাইম কালেকশনকে ৩০ হাজার টাকাসহ পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১ এর সদস্যরা। সুত্র: জাগো নিউজ

মতিহার বার্তা ডট কম – ২২ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply