রাজশাহী নগরীতে দুদকের অভিযান, সরকারি ১৩৫৬ বস্তা চাল জব্দ

রাজশাহী নগরীতে দুদকের অভিযান, সরকারি ১৩৫৬ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নগরীর বিসিক শিল্প এলাকায় মেসার্স চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স থেকে সরকারি খাদ্য অধিদপ্তরের এক হাজার ৩৫৬ বস্তা চাল জব্দ করেছে দুদক।

আজ বৃহস্পতিবার দুপুরে চালগুলো জব্দ করে দুদকের রাজশাহী টিম। যার ওজন ৫৩, ৮৪০ কেজি।

চৌধুরী ফুড ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মালিক রয়েছেন তিনজন। তারা হলেন, হুমায়ুন কবির, আবুল হোসেন ও কাউসার আলী।

তবে অভিযানের সময় কোনো মালিকই ছিলেন না। কয়েকজন কর্মচারী ছিলো।

দুদক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ সরকারি খাদ্য গুদামের চাল জব্দ করা হয়।

পরে চালগুলো যাচাই-বাছাই করে নিশ্চিত হওয়া যায়, এগুলো গত বুধবার বাজার থেকে কেনা হয়েছিল। এরপর চালগুলো জব্দ করা হয়।   

মতিহার বার্তা ডট কম – ২৬ সেপ্টেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply