রাজশাহীতে প্রেমে সাড়া না দেওয়ায় কলেজ ছাত্রী ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

রাজশাহীতে প্রেমে সাড়া না দেওয়ায় কলেজ ছাত্রী ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

রাজশাহীতে প্রেমে সাড়া না দেওয়ায় কলেজ ছাত্রী ধর্ষণ, গ্রেফতার ধর্ষক
আটক বুলবুল হোসেন

নিজস্ব প্রতিবেদক : প্রেমে সাড়া না দেওয়ায় রাজশাহীর মোহনপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে বুলবুল হোসেন বুলু (১৯) নামের এক ধর্ষক।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জনৈক ব্যক্তির মেয়েকে জোর পূর্বক ধর্ষণ করে মহানগর গ্রামের আবুল কালামের ছেলে বুলবুল হোসেন বুলু। এ সময় মেয়েটি চিৎকারে ধর্ষক বুলবুল কৌশলে পালিয়ে যায়। ধর্ষনের শিকার ওই ছাত্রী ধোপাঘাটা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। এ বিষয়ে মোহনপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বুলু ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও বিয়ের প্রলোভন দিয়ে আসছিলো। তার প্রেমে সাড়া না দেওয়ায় গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে বাড়িতে ঢুকে জোরপূর্বক ছাত্রীকে ধর্ষণ করে কৌশলে পালিয়ে যায় বুলবুল।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, কলেজ ছাত্রীকে উদ্ধার করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসিতে ভর্তি করা হয়েছে। আসামী বুলবুল এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষন মামলা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।

মতিহার বার্তা ডট কম – ১৮ অক্টোবর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply