রাজশাহীর তানোরে শিয়ালের ফাঁদে বৃদ্ধার মৃত্যু

রাজশাহীর তানোরে শিয়ালের ফাঁদে বৃদ্ধার মৃত্যু

রাজশাহীর তানোরে শিয়ালের ফাঁদে বৃদ্ধার মৃত্যু
রাজশাহীর তানোরে শিয়ালের ফাঁদে বৃদ্ধার মৃত্যু

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে শিয়ালের জন্য পাতা ফাঁদে বৃদ্ধার মৃত্যু খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তানোর পৌর এলাকার জিওল গ্রামে। আসমা বেগম জিওল গ্রামের মৃত আরজান আলীর স্ত্রী।

মুরগীর খামারে বিদ্যুতের তার দিয়ে পুরো খামার ঘিরে রাখা হয়। মুরগী ধরতে শিয়াল আসলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবে। কিন্তু ঘাস কাটতে গিয়ে শিয়াল মারার ফাঁদে পড়ে আসমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মুরগীর খামারের মালিক মহাসিন রেজা বলেন, আমার খামারে শিয়াল খুব উৎপাত করে। মুরগী নিয়ে চলে যায়। তাই শিয়াল মারতে বিদ্যুতের তার দিয়ে আরতিং করে রাখি।

দুপুরে খামারের পাশের বাড়ির মৃত ওই বৃদ্ধা খামারের কাছে ঘাস কাটতে এসে ওই আরতিং তারে হাত দেয়। তখনই মার মৃত্যু হয়। বিষয়টি আমরা স্থানীয়ভাবে মীমাংষা করেছি। মৃত আসমা বেগমের লাশ সামাজিকভাবে দাফন করা হয়েছে।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) বলেন, বিষয়টি নিয়ে কেউ থানায় অভিযোগ করেননি। করলে ব্যবস্থা নিতাম।

মতিহার বার্তা ডট কম – ০৯ নভেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply