শিরোনাম :
অর্ন্তবাসের বালাই নেই, স্তনবৃন্তে শুধুই বেগনি রাংতা! উরফির সাজ নিয়ে ফের হইচই চারদিকে পাঁচ গ্রহের সমাবেশ মঙ্গলের আকাশে ৫৫ ইঞ্চি নিতম্বের খাঁজে লুকনো চুরি করা মদের বোতল, তা দেখিয়েই জনপ্রিয়তার শিখরে মডেল দুই প্রেমিকের কাছে হাতে নাতে ধরা পড়লেন প্রেমিকা পৃথিবীর দিকে ‘তাকিয়ে’ বিশাল ব্ল্যাকহোল, পাঠাচ্ছে বিকিরণও! প্রভাব বুঝতে হিমশিম বিজ্ঞানীরা বন্দুক হাতে প্রাক্তন ছাত্রী হঠাৎ হাজির স্কুলে, এলোপাথাড়ি গুলিতে খুন করলেন ছ’জনকে ‘তোয়াক্কা করে না মস্কো’, পশ্চিমকে হুঁশিয়ারি পুতিনের র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: কারণ উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন মুক্তাগাছায় হেরোইনসহ ইউপি মেম্বার রুবেল গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামে চালককে কুপিয়ে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা
নানা আয়োজনে রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

নানা আয়োজনে রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

নানা আয়োজনে রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী
নানা আয়োজনে রাজশাহীতে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী

নিজস্ব প্রতিবেদক: মহা নবী হযরত মোহাম্মদ (সাঃ)এর শুভাগমন। নানা আয়োজন ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করছে বিশ্ববাসী।

সেই সাথে দিবসটি পালন উপলক্ষে রোববার সকাল সাড়ে আটায় নগরীর শিরইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদ থেকে প্রতি বছরের ন্যায় এবারো জশনে জলুশ ধর্মীয় র‌্যালী বের করে গাউছিয়া কমিটি মহানগর শাখা।

র‌্যালীটি শিরইল কলোনী ৪নং গলির শেষ মাথায় বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গন থেকে বের হয়ে দরগাপাড়া হযরত শাহ মখদুম (রাঃ) এর মাজারে চাদরপুসি,পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারত করে শেষ হয়। এ সময় সমগ্র মুসলিম উম্মার এবং দেশ ও জাতির জন্য শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন শিরইল কলোনী বায়তুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা আতাউল মোস্তাফা কাদেরী।

র‌্যালী শেষে মসজিদে ফিরে মিলাদ মাহফিল ও দোয়া খায়ার করে তাবারুক বিতরণ করা হয় । এ সময় গাউছিয়া কমিটির সভাপতি ড: শরিফুল ইসলাম,সহ-সভাপতি জাহিদ হোসেন মুন্না,সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাহজাহান আলী,প্রচার সম্পাদক খালেদ হোসেন ভোলা,আজাহার আলী,মাহবুব আলম,এ্যড,আলী সিদ্দীক,জমসেদ আলী,আসলাম,নজরুল কাওশার সালাহ উদ্দিন প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

এ দিকে বেলা ১১ টায় রাজশাহী সপুরা সংলগ্ন সুফীনগর খানকাহ বখ্শীয়া দরবারে মুখ্তারীয়া থেকে একটি ধর্মীয় মিছিল বের করা হয়।মিছিলটি পরিচালনা করেন সাহেবে খানকাহ্ মাওলানা শাহ্ মুহাম্মদ ওয়াকার আহমাদ কাদেরী মুখতারী(মা.জি.আ) সাজ্জাদানশীন হুজুর কিবলাহ্‌।

প্রায় ৫ হাজার মানুষের অংশগ্রহনে মিছিলটি খানকাহ শরীফ থেকে নওদাপাড়া আমচত্ত্বর হয়ে গোরহাঙ্গা, রেলগেট, ভদ্রা, তালাইমারী মোড় ঘুরে সাহেববাজার, হড়গ্রাম বাজার, কাশিয়াডাঙ্গা বাইপাস, কোর্ট স্টেশন হয়ে পুনরায় সুফীনগর খানকাহ শরীফে গিয়ে শেষ হয়।

বিভিন্ন পয়েন্টে জশনে জুলুশে অংশগ্রহন কারী ও রাস্তার পাশে দণ্ডায়মান জনসাধারণের মাঝে তারারুক ও পানীয় বিতরণ করা হয়। পরে খানকাহ শরীফে গিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মতিহার বার্তা ডট কম – ১০ নভেম্বর ২০১৯

খবরটি শেয়ার করুন..

Leave a Reply