বগুড়ায় বিইউজে’র বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

বগুড়ায় বিইউজে’র বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত

বগুড়া প্রতিনিধি : বগুড়া সাংবাদিক ইউনিয়নের(বিইউজে) আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বেলা ১২টায় বগুড়া প্রেস ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিইউজের সভাপতি আমজাদ হোসেন মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, দৈনিক করতোয়ার বার্তা প্রধান ও সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর ও আব্দুল মোত্তালিব মানিক। এ সময় বিইউজের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিইউজের সাধারণ সম্পাদক জেএম রউফ।

মতিহার বার্তা ডট কম – ১৭  মার্চ ২০২০

খবরটি শেয়ার করুন..

Leave a Reply